আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে বিধি বহির্ভূতভাবে কমিটি গঠন ও ক্যাপিটেশন গ্রান্ড এর টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার প্রার্থনা করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২৮ জুলাই (ট্র্যাকিং নম্বর: ১৭১২৩৩৩৯২২১০৪, অবস্থা: নতুন) স্থানীয় মাসুম বিল্লাহ বাদী হয়ে দায়েরকৃত অভিযোগে জানাগেছে, মাদ্রাসার অধ্যক্ষ মাও: মিজানুর রহমান নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের অজ্ঞাতে কিছু সুবিধাভোগি মানুষকে নিয়ে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এরপর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করলে এলাকার মানুষ জানতে পেরে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন কমিটি গঠনের খবর। তারা খোঁজ খবর নিতে গিয়ে জানতে পেরেছেন প্রিন্সিপ্যালের ছেলে ও ভাইয়ের বউকে নিয়োগ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। এছাড়া অন্য পদে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে জানতে পারে। আবেদনকারীরা অনিয়মের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ তদন্তপূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নিয়োগ বাণিজ্য বন্ধের দাবী জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, মাদ্রাসার আজিজীয়া শিশু সদন ১৯৯২ সালে প্রতিষ্ঠিত। শুরু থেকে এটি সুনামের সাথে চলে আসলেও ২০১৮ সালে অধ্যক্ষ মিজানুর রহমানের যোগদানের পর এখানে কোন এতিম না থাকলেও ১৬জন এতিমের নামে বরাদ্দকৃত সরকারের ক্যাপিটেশন গ্রান্ডের ১১ লক্ষ ২০ হাজার ৮৪৭ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নামে ৯ একর জমির আনুমানিক বাৎসরিক আয় ২ লক্ষ ৭০ হাজার টাকা এতিমদের ভরণপোষনের জন্য খরচ করা কথা থাকলেও সেটা করা হচ্ছেনা। যাকাত ফেতরা ও সাধারণ কালেকশানের বাৎসরিক ৪ লক্ষ টাকা, ইবতেদায়ী বিভাগে কোন শিক্ষার্থী না থাকলেও ৪ জন শিক্ষকের বেতন উত্তোলন করা হচ্ছে অভিযোগ করে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষ মিজানুর রহমান জানান, কোন অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। সবকিছু বিধি মোতাবেক ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করা হয়েছে বা হচ্ছে। স্বার্থান্বেষী ব্যক্তিবর্গ মাদ্রাসা ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মান সম্মান ক্ষুণœ করা ও হীন স্বার্থে এহেন অভিযোগ বারবার করে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *