আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের দিলীপ মন্ডলের মেয়ে পূজা মন্ডল ইসলাম ধর্ম গ্রহন পূর্বক মুসলমান হয়েছেন। তার বর্তমান নাম রাখা হয়েছে মোছাঃ আয়েশা খাতুন।
বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, সাতক্ষীরায় গত ২৫ সেপ্টেম্বর ৯৭৯/২৫ নং স্মারকে এ্যাফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন পূর্বক জানান, হিন্দু ধর্মের রীতি নীতি, নিয়ম কানুন, ভাল না লাগায় ধর্ম পরিবর্তন করার সিদ্ধান্তে উপনীত হয়ে হিন্দু ধর্ম ধর্মান্তর পূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবং ইসলাম ধর্মের বিধি বিধান মোতাবেক কলেমা “লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” পাঠ করতঃ মনে প্রাণে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরিত নবী ও রাসুলে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহন করেছি। অদ্য হতে আমার নাম পূজা মন্ডল এর পরিবর্তে ইসলামী শরিয়ত মোতাবেক মোছাঃ আয়েশা খাতুন হবে। বর্তমানে হিন্দু (সনাতন) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এবং এক্ষণে নিজ স্বাধীন ভাবে চলাফেরা করব। তাহাতে কারও কোন বাধা বিপত্তি গ্রাহ্য হবে না। এতদ্বার্থে সুস্থ শরীরে অন্যের বিনা প্ররোচনায় বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ছবি সংযুক্ত পূর্বক নিজ নাম সহি সম্পাদন করলাম।
