সমাজের আলো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী পাউবোর ভেড়ী বাঁধ সেচ্ছাসেবীরা নির্মান কাজ অব্যাহত রেখেছে । ঝড়ের তান্ডবে হরিষখালী গ্রাম ভেঙ্গে যাওয়া পাউবোর ভেড়ী বাঁধ দিয়ে আসা পানিতে এলাকা প্লাবিত হচেছ।শত শত মানুষ আশ্রয় কেন্দ্র ও ভেড়ী বাঁধের উপর আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত¡াবধানে ও আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের নেতৃত্বে মানুষ সেচ্ছাশ্রমে বাঁধ বাধার কাজ এগিয়ে চলেছে। হাজার হাজার বাঁশ, মাটি ভর্তি বস্তাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মানুষ কাজ করছে। সাময়িক ভাবে পানি উঠা বন্ধ করলেও স্থায়ী ভাবে বাঁধ রক্ষার কাজ দ্রæততার সাথে শুরু করা দরকার। যাতে এলাকার মানুষ বাঁধ ভাঙ্গনের ছোবল থেকে দীর্ঘস্থায়ী পরিত্রাণ পেতে পারে।

