সমাজের আলো : বুধহাটায় অবস্থিত নিবেদিতা নার্সিংহোমে ভুল অপারেশনে এক সপ্তাহের মধ্যে অন্ত:সত্ত্বাসহ দু’গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোগীর পরিবার ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া-হামকুড়া গ্রামের রণজিৎ সরকারের ছেলে প্রদীপ সরকারের স্ত্রী অন্ত:সত্ত্বা অনুরাধাকে সন্তান প্রসবের জন্য ১১ দিন পূর্বে নিবেদিতা নার্সিং হোমে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা: অরুন কুমার ব্যানার্জী রোগি দেখে সিজার করার সিদ্ধান্ত নেন। যথারীতি সিজার করা হলে একটি পুত্র সন্তান আলোর মুখ দেখে। সন্তান আলোর মুখ দেখানোর খুশির খবরটি পেয়ে যাকে সবার থেকে বেশি খুশী হবার কথা সেই মা অনুরাধা সিজারের পর থেকে সুস্থ হতে পারেনি। ৩দিন ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রোগিতে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আইসিইউতে দীর্ঘ কষ্টকর পরিণতির মধ্যে থেকে ৭দিন পর গত রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর খবর গ্রামে পৌছানোর পর বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। প্রতিবেশী ও সংশ্লিষ্টরা অভিযোগ করেন, ভুল অপারেশনের কারণে সিজারের পর রোগি মারা গেছে।
অপরদিকে, গত সোমবার (১১ এপ্রিল) ক্লিনিকে উত্তর চাপড়া গ্রামের দুই সন্তানের জননী নাজমা খাতুনও মারা গেছে ভুল অপারেশনের কারণে। নাজমার স্বামী নূর উদ্দিন জানান, সোমবার সকাল ১১টার দিকে ক্লিনিকের দালাল গোপাল কুমারের মাধ্যমে তিনি তার স্ত্রীর পিত্তথলির পাথর অপারেশন করার জন্য নিয়ে যান। তাকে বলা হয় পিত্তথলির পাথর অপারেশন করতে সাতক্ষীরা থেকে বড় মাপের ডাক্তার আনা হবে এবং ১৬ হাজার টাকা চুক্তি হয়। কিন্তু অপারেশনের সময় ক্লিনিকের মালিক নিজেই অপারেশন করেন। অপারেশন থিয়েটার থেকে বলা হয় রোগীর অবস্থা খুবই খারাপ। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। ওই দিন রাত ৮টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে থাকাবস্থায় পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোগি নাজমা মারা যায়। তিনি আরো বলেন, নাজমা খাতুন অপারেশনের আগে সুস্থ ছিলেন। একটা ছেলে এবং একটা মেয়ে নিয়ে তাদের সোনার সংসার ছিল। আজ তারা নি:স্ব হয়ে গেছে। তিনি এর উপযুক্ত শাস্তি দাবি করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ক্লিনিকে কোন ডিপ্লোামা নার্স ও ল্যাব টেকনিশিয়ান নেই। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে চলছে এ ক্লিনিকসহ পার্শ্ববর্তী ব্যাঙের ছাতার মত গড়ে উঠা ক্লিনিক গুলি। অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসী।

