সমাজের আলো: এনএস আই ( জাতীয় গোয়েন্দা সংস্থা)সাতক্ষীরা জেলার উপ পরিচালক মোঃ জাকির হোসেন সাংবাদিক ইয়ারব হোসেন কে দেখতে যান। দুপুরে তিনি বাড়িতে যান। এ সময় চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।এর আগে ঘটনার দিন তিনি মোবাইল ফোনে . দফায় দফায় কথা বলেন সাংবাদিক ইয়ারব হোসেনের পরিবারের সঙ্গে। তিনি বলেন বিপদের সময় ভেঙ্গে পড়লে হবে না।মনের জোর বড় শক্তি হিসেবে কাজ করে।পা ভেঙ্গে যাওয়াতে সমস্যা হচেছ। দ্রুত সেরে উঠবেন।
