সমাজের আলো।। শ্রমিকদের অধিকার ও কল্যাণের উপর জোর দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “শ্রমিকরা আমার বন্ধু। ইসলামী শ্রম নীতি যদি কায়েম করা যায়, শ্রমিকও ভালো থাকবে, মালিকও ভালো থাকবে। তিনি বলেন আমরা বার বার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাইনা। মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এদেশ চলবে।” সাতক্ষীরা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শনিার (২৪ জানুয়ারী) দুপুর ১টায় পুরাতন সাতক্ষীরার মোসলেমা আর্দশ একাডেমি মাঠে এক শ্রমিক সমাবেশ তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা পৌ শাখার সভাপতি মো: মেহেরুল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ হাফিজের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কমপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, ২নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামসহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *