শ্যামনগর প্রতিনিধি। । সেচ্ছাসেবী সংগঠণ উৎসর্গ পাঠশালা’র কোমলমতি শিশুদের মাঝে স্কুলব্যাগ ও চিপস্ বিতরণ। কৈখালি ইউনিয়ন মানবিক সাহায্য সংস্থা (KUMSS) এর সম্মানিত সভাপতি, লন্ডন প্রবাসী মিজানুর রহমান মিঠুর আর্থিক সহযোগীতায় গত কাল উৎসর্গ পাঠশালা’র কোমলমতি শিশুদের মাঝে স্কুলব্যাগ ও চিপস্ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, কৈখালি ইউনিয়ন মানবিক সাহায্য সংস্থা সহঃ সভাপতি ইতালি প্রবাসী সেলিম রেজা।

