সাতক্ষীরা প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত (অনলাইন) দৈনিক সাতক্ষীরা লাইভ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ১০ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা লাইভ’র সম্পাদক ও জাতীয় দৈনিক একুশে সংবাদ এর জেলা প্রতিনিধি আরিফুজ্জামান আপনের সভাপতিত্বে অতিথি ছিলেন মিনিস্টার গ্রুপের ডিএম ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, দৈনিক সাতনদী’র মফস্বল বার্তা সম্পাদক রেজাউল করিম মিঠু, সাপ্তাহিক জনতার মিছিল’র পত্রিকার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বাংলা ট্রিবিউন’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সরদার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাব-ইডিটর মাজহারুল ইসলাম, রমিজুল ইসলাম, দৈনিক ডেল্টা টাইমস’র জেলা প্রতিনিধি জাহিদ হুসাইন, ৭১ বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক মানবাধিকার নিউজ’র সম্পাদক আবুল হাসান, জনতার মিছিল’র স্টাফ রিপোর্টার তানজিলা বেগম প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, গণমানুষের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার মাধ্যমে সাতক্ষীরা লাইভ ইতিমধ্যেই জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠতার কারণে দিনে-দিনে পত্রিকাটি আরও জনপ্রিয় হয়ে উঠছে। সংবাদকর্মীরা জাতির বিবেক। তারা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া তথ্যগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে আমাদেরকে সময়ের সাথে আপডেট থাকতে সহযোগিতা করেন। তাই সংবাদকর্মীদের কোন সংবাদ প্রকাশের পূর্বে অবশ্যই তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন শেখ মনিরুল ইসলাম মনির, সাতক্ষীরা লাইল’র নিজস্ব প্রতিনিধি মো. হোসেন আলী, মেহেদী, সৌরভ, উজ্জল মোল্যা, কর্ণ বিশ্বাস কেডি, মুজাহিদুল ইসলাম, শাহ আলমসহ পত্রিকার বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা লাইভ’র বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *