সমাজের আলো: করোনা সংক্রমণ সত্ত্বেও অন্য বছরের মতো আগামী বছরের ১ জানুয়ারিতে সারা দেশে বিনামূল্যে বই বিতরণ করা হবে। এ জন্য বই ছাপানোসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য বছরের মতো ১ জানুয়ারি বই বিতরণের লক্ষ্যে এখনও পর্যন্ত যে প্রস্তুতি রয়েছে, তাতে করোনা সংক্রমণ কোনো বাধা হবে না। তবে করোনার কারণে অন্য বছরের মতো বই উৎসব হবে কিনা কিংবা কোনো পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এখনো তিন মাস বাকী থাকায় করোনা পরিস্থিতি বিবেচনা করে বই বিতরণের পদ্ধতি ঠিক করা হবে বলে জানান শিক্ষা সচিব

