সমাজের আলোঃ  ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৯৪.০৩ ভাগ শিক্ষার্থী পাস করে যশোর বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে সাতক্ষীরা জেলা। রোববার ঘোষিত ফলাফলে গত বছরের শীর্ষ খুলনা জেলাকে হারিয়ে সাতক্ষীরা জেলা প্রথম হওয়ার গৌবর অর্জন করে।সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন জানান, সাতক্ষীরা জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৭৭৭ জন, এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৪০৪ জন ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৩০৪ জন। জেলায় মোট ২৪ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৪.০৩ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।তিনি বলেন, এছাড়া সাতক্ষীরা জেলার মধ্যে ফলাফলে শীর্ষে রয়েছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে ১০৬ জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে উত্তীর্ন হয়েছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫২জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চারজন অনুপুস্থিত, একজন অকৃতকার্জ ও বাকি সবাই উত্তীর্ণ হয়েছে। সকাল ১০টার পরে পরীক্ষার ফলাফল ছাত্রছাত্রীদের মোবাইলে চলে গেছে। শুনেছি, পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। তবে অফিশিয়ালি এখনো আমরা জানতে পারিনি। আগামীকাল (সোমবার) পাওয়ার সম্ভাবনা রয়েছে।যশোর বোর্ড থেকে প্রকাশিত ফলাফল তথ্যে জানা যায়, যশোর বোর্ডে ৮৭.৩১ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দশ জেলার মধ্যে সাতক্ষীরা জেলায় পাস করেছে ৯৪.০৩ ভাগ শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। সেখানে ৯২.৬৬ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া যশোর বোর্ডে তৃতীয় স্থানে রয়েছে বাগেরহাট জেলা। সেখানে উত্তীর্ণ হয়েছে ৯০.৮৬ ভাগ পরীক্ষার্থী। ৯০.০৪ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে চতুর্থ স্থানে রয়েছে যশোর জেলা। পঞ্চম স্থানে চুয়াডাঙ্গায় উত্তীর্ণ হয়েছে ৮৬.৯৯ ভাগ শিক্ষার্থী। এরপর নড়াইল জেলায় উত্তীর্ণ হয়েছে ৮৩.৯৫ ভাগ শিক্ষার্থী। ঝিনাইদহ জেলায় উত্তীর্ণ হয়েছে ৮৩.৭৪ ভাগ, মাগুরা জেলায় ৮২.৩৪ ভাগ, কুষ্টিয়া জেলায় ৮০ ভাগ ও দশমস্থানে মেহেরপুর জেলায় ৭৮.৩০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যশোর বোর্ডে এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ এক লাখ ৪০ হাজার ২৪৩৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বোর্ডে পাসের হার ৮৭.৩১ ভাগ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *