সমাজের আলোঃ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মন্ডলীর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জেলা পার্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সভা ।সভায় সভাপতিত্ব করেন কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
সাধারণ সম্পাদক কমরেড এড. ফাহিমুল হক কিসলুর পরিচালনায় উপস্থিত ছিলেন, কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল প্রমুখ। সভায় কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য ও যশোর জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম নেতা প্রয়াত কমরেড মোস্তাফিজুর রহমান কাবুল এর শোকসভা আজ ৬ জুন সফল করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শোক সভায় বিকাল ৪টায় শ্রদ্ধা নিবেদন। ১ মিনিট নিরাবতা পালন এবং তার জীবন ও কর্মের উপর আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের জন্য বেতনা এবং মরিচ্চাপসহ ৮৮টি খাল পুন:খনন, ড্রেজিং, ভেড়িবাধ নির্মাণের জন্য একনেকে ৪৭৬ কোটি টাকা পাশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

