সমাজের আলো: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ডিসিতে অস্ত্র -গোলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ওয়েসলি অ্যালেন বিলার। তিনি ভার্জিয়ানা অঙ্গরাজ্যে থেকে একটি ট্রাক চালিয়ে ওয়াশিংটনে আসেন। তার গাড়িতে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছেন নিরাপত্তা সদস্যরা। ৩১ বছর বয়সী ওই যুবককে স্থানীয় একটি নিরাপত্তা চৌকিতে আটকে দেওয়া হয়। তাকে তল্লাশি করলেই অস্ত্র আর গোলাবারুদ পাওয়া যায়। পুলিশ বলছে, সঙ্গে থাকা সংক্রিয় অস্ত্রে গুলিভর্তি ছিল। এ ছাড়া আরো ৫০০ রাউন্ড গোলাবারুদ তার কাছ থেকে পাওয়া গেছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ আরো জানায়, লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র ও অনিবন্ধিত গোলাবারুদ নিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে ছুটছিলেন তিনি।

