সমাজের আলো। । কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন দক্ষিণ মুহুরি পাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাবিল (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। সাবিল ওই এলাকার হাকিম উল্লাহর ছেলে এবং কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের ছাত্র। নিহতের ফুফাতো ভাই মো. শহীদ এই তথ্য জানান। প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে তিনি জানান, সকালের দিকে দক্ষিণ জানারঘোনা এলাকার হোসেন নামে এক যুবকের সাথে সাবিল ও তার বন্ধুর মোবারকের কথা কাটাকাটি হয়। তখন উভয়কে সংযত করে স্থানীয় এক দোকানদার। সংযত হয়ে যার যার মতো চলে যায় তারা। পরে ছুরি নিয়ে এসে সাবিলকে পেয়ে বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে হোসেন। এতে সাবিল গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সাবিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আঘাতকারী, হোসেন কক্সবাজারের দক্ষিণ জানার ঘোনা কলিম উল্লাহর ছেলে। শনিবার দুপুরে ছুরিকাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ইন্সেপেক্টর মো. সেলিম বলেন, ‘‘কি কারণে ছুরিকাঘাতের ঘটনা হয়েছে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এখনো কাউকে আটক করা হয়নি। আমরা ঘটনাস্থলে আছি এখনো। বিস্তারিত পরবর্তীতে আসছে।

 
			 By Shahinur Rahman
   By Shahinur Rahman