আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান এর তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার অফিসার ফোর্স বৃন্দ। সোমবা (২১ জুন) কালিগঞ্জ থানা এলাকায় কঠোর লক-ডাউন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে, লক-ডাউন অমান্য করে গাড়ি নিয়ে চলাচল করার কারনে ২০ টি মটর সাইকেল, ৪ টি প্রাইভেটকার, ৩ টি ইজিবাইকসহ ২৭ টি গাড়ী আটক করেন। এ সময় লোকজনকে কোভিড-১৯ রোধে ঘরের বাহিরে না যাওয়া এবং জরুরী প্রয়োজনে সরকারী নির্দেশনা মেনে বাহির হওয়ার জন্য বলা হয়।

