পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী জনকল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সম্পাদক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রধান শিক্ষিকা রহিমা আক্তার সম্পা, কে কে এস পি’র সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য সাধন চন্দ্র ভদ্র, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপি, সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক অঞ্জন ঘোষ, গুণীজন স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সবুর আলামিন, সিনিয়র শিক্ষক অঞ্জন ঘোষ, দৈনিক পূর্বাঞ্চলের কপিলমুনি নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক কার্তিক চন্দ্র সরকার। অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া রায় সাহেব গোল্ডকাপ পরিচালনার জন্য ট্রাস্টের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
