সমাজের আলো : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নে নানারকম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯.১৬ পারসেন্ট ভোট কাস্টিং দেখানো হয়েছে। একই কেন্দ্রে ১১ জন ভোটারের অনুপস্থিতি ও ২৫ জন মৃত ব্যক্তির ভোট কাস্টিং দেখানোয় জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে।ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী ইতোমধ্যে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর খেলনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. নাজমুল হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে মো. আব্দুস সালাম, আনারস প্রতীক নিয়ে মো. আলহিল মাহমুদ চৌধুরী এবং লাঙ্গল প্রতীক নিয়ে মো. আবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহিল মাহমুদ চৌধুরী ৩ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে নাজমুল হোসেন পান ৩ হাজার ৬১৬ ভোট।এদিকে ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আলহিল চৌধুরী পান ৪৫৯ ভোট এবং নৌকার প্রার্থী নাজমুল হোসেন পান ৪২৬ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০২ জন। ভোট কাস্টিং দেখানো হয়েছে ১ হাজার ২০৯১ জন। অর্থাৎ ভোট কাস্টিংয়ের হার ৯৯.১৬ পারসেন্ট।বাতিল ভোট দেখানো হয়েছে ১৭৫। নির্বাচনে ভোট প্রদানের জন্য ১১ জন ভোটার অনুপস্থিতি দেখানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ জন মৃত ব্যক্তির নামে ভোট কাস্টিং দেখানো হয়েছে।

