সমাজের আলোঃ মৃত্যুর পর লাশ রেখে বাড়িতে ফিরতে হয়েছে।কোন উপায় না পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে লাশ রেখে এসেছি।দুই জন মিলে কি ভাবে লাশ নিয়ে আসবো। কি ভাবে দাহ করবো।আবার গ্রামের কোন মানুষ আসেনি সহযোগিতার জন্য। উল্টে আমাদের হুমকি দিচেছ লাশ যেন নিয়ে এলাকায় না আসা হয়। সকাল ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার ভাই প্রতাপ রায়ের মৃত্যু হয়।আমার ভাইয়ের কোন করোনা পজিটিভ ছিল না।
তবে কয়েক দিন ধরে তার মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়।
বাধ্য হয়ে ভাইয়ের লাশ রেখে বাড়িতে এসেছি।কথা গুলো বলছিলেন সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের গৌর রায়ের ছেলে পলাশ রায়।
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন হুসাইন সাফায়েত জানিয়েছেন জরুরি ভাবে বিষয়টি দেখা হচেছ।

