সমাজের আলো: করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, করোনা সংক্রমণ দেশের নেতৃত্বের ব্যর্থতাকে ফুটিয়ে তুলেছে। কলেজ গ্রাজুয়েটদের উদ্দেশে অনলাইনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেছেন। ওবামা বলেছেন, এই মহামারি দেখিয়ে দিয়েছে অনেক কর্মকর্তা আছেন, যারা দায়িত্বে থাকার মতো ভানও করেন না। শনিবার তিনি ওই ভাষণ দেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করে এটা ওবামার দ্বিতীয় বক্তব্য। গত সপ্তাহে তিনি পরিস্থিতিকে বিশৃংখল বলে মন্তব্য করেছিলেন। ওদিকে শনিবার কৃষ্ণাঙ্গদের কয়েক ডজন ঐতিহাসিক কলেজ ও ইউনিভার্সিটি গ্রাজুয়েটের উদ্দেশে অনলাইনে বক্তব্য রাখেন ওবামা।
এতে তিনি বলেন, এই মহামারি পর্দা সরিয়ে দেখিয়ে দিয়েছে যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তারা তা জানেন। তাদের বিপুল সংখ্যক দায়িত্বে থাকার ভানও ধরতে পারেন নি। উল্লেখ্য, জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ১২০০ মানুষ। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা কমপক্ষে ৮৯,০০০। বিশে^র অন্য যেকোনো স্থানের তুলনায় এটাই মৃতের সবচেয়ে বড় সংখ্যা। এই করোনা ভাইরাস মহামারি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ওপর কি প্রভাব ফেলছে সে বিষয়েও দীর্ঘ বক্তব্য রাখেন ওবামা। তিনি বলেন, ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গরা যুক্তরাষ্ট্রে যে অবস্থায় আছেন, তার সঙ্গে এই রোগ আরো বেশি অসমতা এবং তাদের ওপর অতিরিক্ত বোঝা হয়ে উঠেছে সেটাই ফুটিয়ে তুলেছে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ আহমাউদ আরবেরিকে হত্যার প্রসঙ্গ টেনে আনেন তার বক্তব্যে। আহমাউদ আরবেরিকে ফেব্রুয়ারিতে দু’জন শে^তাঙ্গ গুলি করে হত্যা করে। এ সময় আরবেরি জগিং করছিলেন। এ প্রসঙ্গে ওবামা বর্ণবাদী অসমতার কথা বলেন। তিনি বলেন, যখন একজন কৃষ্ণাঙ্গ জগিং করেন, তখন কিছু মানুষ মনে করে তাকে থামিয়ে প্রশ্ন করা যাবে এবং তাকে গুলি করা যাবে, যদি তিনি তাদের প্রশ্নের জবাব না দেন। গ্রাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, যদি উন্নত বিশ্ব গড়ে তুলতে হয়, তাহলে তা করতে হবে আপনাদের। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন ডনাল্ড ট্রাম্প। তার হাতে ২০১৭ সালের জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তর করেন বারাক ওবামা। তখন থেকেই তিনি অনেকটা চুপিসারে থাকছেন। খুব একটা জনসমক্ষে আসেন না। তবে তার উত্তরসুরি ট্রাম্পের কর্মকান্ড নিয়ে মাঝেমধ্যে কিছু কথা বলেন, যা বিরল। তবে সাম্প্রতিক সময়ে এই নেতা একে অন্যের সঙ্গে ভালই তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। এর ফলে বারাক ওবামা ও তার সহযোগীরা ট্রাম্পের প্রেসিডেন্সিকে খর্ব করার জন্য অপরাধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প। গত সপ্তাহে টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, এটা হলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ক্রাইম।
