সমাজের আলো: উন্নত দেশগুলোতেও এরকমই চিত্র পাওয়া গেছে। ব্র্যাক জরিপেও সেটা ফুটে উঠেছে। করোনাকালে নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়েছে বাংলাদেশেও। এর আগেও একাধিক করোনাকালের সমীক্ষায় একই চিত্র ফুটে উঠেছে।
ব্র্যাক রিপোর্ট বলেছে এই সময়ে প্রায় ১১ ভাগ উত্তরদাতা বলেছেন যে, নারীর বিরুদ্ধে সহিংসতা বেড়ে গেছে।
তবে ব্র্যাক রিপোর্ট একটা কৌতূহল উদ্দীপক তথ্যও দিয়েছে। ১০ ভাগ নারীর তুলনায় শতকরা ১২ ভাগ পুরুষ বলেছেন, তারাও তাদের পরিবারে নির্যাতনের শিকার হয়েছেন।
একইভাবে গ্রামের তুলনায় শহরে নির্যাতনের হার বেশি। প্রায় সাড়ে ১৩ ভাগ শহরে আর ৯.৬৫ ভাগ গ্রামের উত্তরদাতা সহিংসতার অভিযোগ করেছেন।
অবশ্য শতকরা ৫৮ ভাগই বলেছেন যে, নারীর বিরুদ্ধে এই সহিংসতার মূলে রয়েছে করোনাকালে দারিদ্র্য বৃদ্ধি পাওয়ার কারণ।
