সমাজের আলো: করোনায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মার্চ) মাঝরাতে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই বৃদ্ধের মৃত্যু হয়। মৃত বৃদ্ধরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে শেখ নজরুল ইসলাম (৬৫)। অপর জন কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে শফিউল্লাহ (৭০)।

