সমাজের আলো : সাতক্ষীরা জেলাব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার রোধকল্পে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াতের নিকট উক্ত স্মারকলিপি পেশ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক, এড: সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব, আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, আনারুল ইসলাম, বিএনপি নেতা মাহমুদুল ইসলাম, মোঃ বকুল হোসেন এবং যুবদল নেতা আব্দুর রাজ্জাক।

