সমাজের আলো : রূপ বদলিয়ে গোটা বিশ্বকে আতঙ্কিত করা করোনার নতুন ধরনের নাম ডেল্টা। রূপান্তরিত এই ধরনের কারণেই বাংলাদেশে করোনা পরিস্থিতির দ্রæত অবনতি ঘটছে। ডেল্টা ধরনে আক্রান্ত হলে রোগী পেটের অসুখে বেশি ভুগছেন। জ্বরের তীব্রতা কম ও গন্ধ না পাওয়ার উপসর্গ আলফা ও বিটার তুলনায় কম থাকছে।
অধিক সংক্রমণ ক্ষমতার কারণে ধরন বা প্রজাতির (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় একে ‘বিশ্বের জন্য উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। স¤প্রতি আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর গবেষণায় উঠে এসেছে ঢাকা শহরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ রোগীর শরীরে এই অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে।
বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন এই ধরনের উপসর্গগুলো কিছটুা আলাদা। আগের ধরনে আলফা ও বিটা থেকে উপসর্গে কিছুটা ভিন্নতা রয়েছে। ডেল্টাতে গন্ধ চলে যাওয়ার ঘটনা কম ঘটছে। ডেল্টাতে জ্বরের তীব্রতা কম থাকলেও পেটের অসুখ বেশি হয়ে থাকে। আর কাশিও কম থাকছে। এই ধরন সংক্রমণ ক্ষমতা আলফা ও বিটার থেকে কয়েকগুণ বেশি।
চলতি বছরের ফেব্রæয়ারিতে ভারতে প্রথম ধরা পড়ে এই ডেল্টা ধরনটি। সার্স-কোভিড-২ এর একাধিক মিউটেশনের ফলে এই ভাইরাস যেন আগের থেকেও শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমরতি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে মুহূর্তের মধ্যেই বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনাভাইরাসের থেকে এই মিউটেন্ট ধরন ২ থেকে ৩ গুণ বেশি সংক্রমক। ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে ফের হানা দিয়েছে এই ডেল্টা ধরন।

