নিজস্ব প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও ‘হ্যা’ ভোটে উদ্বুদ্ধকরণে কলারোয়ায় বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাধারণ জনগণের সাথে সাতক্ষীরা জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারী ২০২৬) বিকেলে উপজেলার কাজিরহাট হাইস্কুল মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল পিপিএম।
তিনি বলেন, ‘কেউ আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। নির্ভয়ে ও নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ এসময় তিনি গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠায় আসন্ন গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার গুরুত্বারোপ করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস)সহ সাতক্ষীরা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, বিএনপি নেতা মাহফুজার রহমান খাঁন চৌধুরী, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আমানুল্লাহ আমান, সরদার মুনছুর, নজরুল ইসলাম, জামায়াত নেতা আবু তালেব সরদার, হুমায়ুন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

