সমাজের আলো : কলারোয়ার জয়নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের সম্মতিতে বাল্য
বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
সেই অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপস্যা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে মিলন বিশ্বাস বয়স ২৫ বছর পিতা তারক নাথ বিশ্বাস দুই নম্বর নগরঘাটা ইউনিয়নের এবং পুজা গুপ্ত পিতা সংকর গুপ্ত দশম শ্রেণীর ছাত্রী জয়নগর ইউনিয়নে বাল্য বিবাহ সম্পন্ন হয়। সরজমিনে গিয়ে দেখা যায় কনে পক্ষের বাড়ি আর নবনির্বাচিত চেয়ারম্যানের বাড়ি একে বারেই পাশাপাশি। তার পরেও কি ভাবে এই বাল্য বিবাহ সম্পন্ন হলো এটা এলাকার সচেতন মহল জানতে চায়। এ ব্যাপারে চেয়ারম্যান বিশাখা তপন স্যার কাছে জানতে চাইলে তিনি বলেন, মেয়ে পক্ষের লোকজন আমার কাছে একাধিকবার আসলে ও আমি এই বাল্য অনুমতি দেইনি । বিয়ের রাতে তাদের জবর দস্থির কারণে আমি ঐ বিয়ের অনুষ্ঠানে গিয়ে ছিলাম।

