সমাজের আলো: কলারোয়ার বহুল আলোচিত সেজুতি হত্যার  জিজ্ঞাসাবাদ শেষে পিতা কে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে টানা  জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। কয়েকটি কারনেকে তাকে  জিজ্ঞাসাবাদ করা হয়। মেয়ে হত্যার ঘটনায় পিতাকে আটক করে নিয়ে আসায়। নানা কথা উঠে। তবে তিনি কোন তথ্য দিতে পারেননি বলে পুলিশের একটি সুত্র বলছে।
তবে তাড়াতাড়ি সেজুতি হত্যার ঘটনা উদঘাটন হচ্ছে বলে এমনি জানাগেছে।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক