সমাজের আলো : চেতনানাশক ঔষুধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে কলারোয়ার উপজেলা সদরের ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানাগেছে কলারোয়ার উপজেলার কেড়াগাছি গ্রামের কবিরুল ইসলাম প্রতিদিনের মত সকালে ইজিবাইক স্ট্যান্ডে ভাড়ার জন্য অপেক্ষায় ছিলেন ।এ সময় ২\৩ জন যুবক তাকে বিস্কুট খাওয়ান। এর কিছু সময় পর সে আঞ্জান হয়ে যায়।তাকে কৌশলে রেখে ইজিবাইক নিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়েছে ।

			