সমাজের আলো : মাত্র দুটি ইট চুরির অপবাদে এক মধ্য বয়সী নারীকে গাছে বেঁধে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৮ আগস্ট রাতে উপজেলার দেয়াড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে কলারোয়ার উপজেলার পাকুড়িয়া গ্রামের নেদুকালা তার প্রতিবেশী ও ভারত প্রবাসী ইব্রাহিম গাজীর স্ত্রী ২ সন্তানের জননী দিনমজুর রশিদা খাতুন (৪৫) এর সাথে ২টি ইট চুরির অপবাদ দিয়ে ঝগড়া করে। ইট চুরির ঘটনার সূত্র ধরে ৯ আগস্ট সকাল ৯টার দিকে রশিদাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে। নেদুকালা ও তার স্ত্রী, পুত্রবধু ফাইমা (২৬), পারভীনা (২৪), মাসুরা (২৭) এবং আমানুল এক হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত দরিদ্র দিনমজুর ২ সন্তানের জননী ৪৫ বছর বয়সী রশিদা খাতুনের মাথার চুল কেটে শাড়ী খুলে, বিবস্ত্র ও মারপিট করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় রশিদা বাদী হয়ে ওই দিন খোরদো পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে। খোরদো পুলিশ ফাঁড়ির এসআই রইচ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *