কলারোয়া প্রতিনিধি। । হোপ ফর দি পুওরেস্ট আশা এনজিও কতৃক আয়োজিত ওয়াস ব্যবসায়ীদের নিয়ে পৌরসভায় পণ্য উন্নয়ন ও বাজারজাত করনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা হল রুমে, ২৭ অক্টোবার মঙ্গলবার সকাল ১০টায়। উক্তঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ওয়াস এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু জাফর, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, মৃনাল কুমার সরকার ( এইচপির সমন্বয়কারি) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন,কলারোয়া উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,মোঃ শরিফুল ইসলাম( প্রশিক্ষণ কর্মকর্তা), রোকসানা পারভীন( মার্কেটিং ডেভালবমেন্ট অফিসার) প্রশিক্ষণর্থী মোঃ রুহুল আমিন,সুমন হোসেন, ওহাবুজ্জামান মন্টু,হাসানুজ্জামান হাসান,বেলী সরকারসহ প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *