সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের ঘুষ লেনদেনের ঘটনার প্রাথমিক তদন্ত হয়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করতে কলারোয়া সাব রেজিস্ট্রি অফিসে আসেন সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার আব্দুল হাফিজ। এ সময় তিনি সাব-রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে উদ্ভূত বিষয়ে শুনানি করেন। এবং এই অভিযোগের জবাব দিতে ঐ অফিসের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার আব্দুল হাফিজের কাছে বক্তব্য চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নি। তিনি বলেন তার (সাব-রেজিস্ট্রার) এর শেষ কর্ম দিবসের তিনি এমন কেন করবেন তা আমার বোধগম্য নয়। এ সময় উপজেলার একজন চিহ্নিত মাদকসেবী ও সাংবাদিক পরিচয় দানকারীকে প্রকাশ্য দালালি করতে দেখা যায় । প্রসঙ্গত: গত ২২ অক্টোবর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে প্রকাশ্য ঘুষ লেনদেনের ভিডিও সহ সংবাদ প্রকাশ হয়। এর পর বিষয়টি উর্ধোতন কর্তৃপক্ষের নজরে আসলে সাব’রেজিস্ট্রার শহিদুলকে জরুরি বদলি করা হয়।

