সমাজের আলো : মটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে সাতক্ষীরা যশোর সড়কের পশুহাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু রায়হান(২০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামের শাহাজান মোড়লের ছেলে । কলারোয়া থানার ইন্সপেক্টর নাছির উদ্দিন মৃধা জানান, যশোরগামি একটি ট্রাকের সামনে ধাক্কা মারে মটরসাইকেল। ট্রাকের নিচে মটরসাইকেল ও আবু রায়হানকে কিছু দূরে নিয়ে যায়। এতে করে রায়হানের মাথা ও সমস্ত শরীর থেতলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার  করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *