সমাজের আলো : কলারোয়ার দলুইপুরে গ্রামে স্ত্রী ও শাশুড়ির উপর অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রউফের পুত্র সাহেব আলী (২৪) এর সাথে ৪ বছর আগে একই উপজেলার দলুইপুর গ্রামের ইছাহাক আলী কন্যা সাজেদা খাতুনের বিয়ে হয়।বিয়ের পর থেকে সাহেব আলী পিতার বাড়ি কাকডাঙ্গা গ্রাম ছেড়ে দলুইপুর গ্রামের শ্বশুর ইছাহাকের বাড়িতে থাকে। দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো সে। শাশুড়ি কদবানু ও স্ত্রী সাজেদার সাথে বাড়ি ঘরে থাকা ও খাওয়া নিয়ে কারণে-অকারণে প্রায় ঝগড়া হতো। সাহেব আলীর শ্বশুর ইছাহাক সরদার দীর্ঘ দিন ভিক্ষা করে অতিকষ্টে জীবন যাপন করেন। ২০ ডিসেম্বর ঝগড়ার জের ধরে সাহেব আলী ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করেছে বলে শ্বশুর তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

