সমাজের আলো ঃ কলারোয়ার চাঁদাবাজি মামলার আসামি অনিক এখন বেপরোয়া হয়ে উঠেছে। অনিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা য় জেল খেটেছেন। অনিক কলারোয়া ফুটবল মাঠের দক্ষীন পাশে একটি ভবন নির্মাণ করছে । এ নিয়ে সমাজের আলোতে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ । রাতে কাজ চলছি। এ ঘটনাকে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমানকে দিয়ে ফেসবুকে লাইভ করে ভবন নির্মাণের বিষয়ে। সেখানে এই চাঁদাবাজ অনিক মিথ্যাচার করেছে । অনিকের বিরুদ্ধে অবৈধ ব্যাবসাসহ নানা অভিযোগ সমাজের আলো হাতে এসেছে ।
প্রসঙ্গত অবৈধ ফেসবুক (বেইজড সংগঠন) বেস্ট টিমের জেলা এ্যাডমিনসহ ১১ সদস্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও চাঁদাবাজির অপরাধে মামলা হয়। কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের দায়েরকৃত মামলায় সাতক্ষীরা বেস্ট টিমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমানসহ ১১ জন আসামি। (যার নং- ২/৩-০৯-২০ইং, ধারা ৪৪৭/৩৮৫/৩৮৬/৩৪ পিসি তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), (ক) (২)/২৯(১)/৩১ মামলা দায়ের করা হয়।তার মধ্যে অন্যাতম আসামি অনিক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *