সমাজের আলো : প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সরকারি কাঁচা রাস্তা বেড়িবাঁধ হিসেবে ও সরকারি ব্রিজের মুখ বেঁধে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে অবৈধভাবে মাছ চাষের বিরুদ্ধে জনস্বার্থে মহামান্য হাইকোর্টে ৬৭১৫/২১ নং রীট পিটিশন দাখিল করেন কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে জালালউদ্দিন মোড়ল। মহামান্য হাইকোর্টের বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দীলিরুজ্জামান গত ৮ নভেম্বর পিটিশনটি শুনানী নিয়ে এক সপ্তাহ সময় দিয়ে সাতজনের প্রতি রুল জারি করেছেন।

উল্লেখ্য, কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত জোহর আলি মোড়লের ছেলে আরিজুল ইসলাম ও হাবিবুর রহমান মোড়লের ছেলে মোখলেছুর রহমান বসন্তপুর বিলের সরকারি কাঁচা রাস্তা বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে এবং সরকারি ব্রিজের মুখ বেঁধে দিয়ে বিলসহ এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে অবৈধভাবে মাছ চাষ করে আসছেন। একযুগেরও বেশি সময় ধরে এলাকার ১৫০জন চাষীর প্রায় ৩৫০ বিঘা জমি জবর দখল করে তারা প্রভাব খাটিয়ে বসন্তপুর বিলে সম্পূর্ণ অবৈধভাবে মাছের ঘেরে মাছ চাষ করেন। কৃত্রিম জলাবদ্ধতার কারণে ওই বিলের জমির মালিকরা জমিতে ফসল চাষ করতে পারেনা দীর্ঘদিন ধরে। অবৈধ মাছের ঘের বন্ধ ও কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টিকারিদের বিরুদ্ধে এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা গত বছরের ১১ মার্চ কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তরা সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পেলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি মর্মে ওই রিট আবেদনে বলা হয়। অবশেষে ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে জালাল উদ্দিন মোড়ল বাদী হয়ে হাইকোর্টে জনস্বার্থে ওই রীট পিটিশন করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *