সমাজের আলো : দীর্ঘদিন চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশি।পথ বন্ধ করে দেওয়ার ফলে পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার পরানপূর গ্রামে। কলারোয়া থানা বরাবর লিখিত অভিযোগে যানাযায়,পরানপূর গ্রামের আছাদুজজান তার প্রতিবেশীর দেওয়া পথ দিয়ে যাতায়াত করে আসছিল। কিন্তু আরাক প্রতিবেশি একই গ্রামের আবুল মজিদ ওই পথ বন্ধ করে পাকা স্থাপনা নির্মান শুরু করেছে।বন্ধ করে দিয়েছে তাদের একমাত্র যাতায়াতের পথ।তারা অবরুদ্ধ হয়ে পড়েছে। আসাদুজ্জামান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

