সমাজের আলো : কলারোয়ার সরসকাঠি দাখিল মাদ্রাসায় দান করা জমি ছাড়াও বেশি জমি দখলের অভিযোগ উঠেছে। দখলের নেতৃত্ব দিচ্ছে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বিশাখা সাহা। জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় মারপিট ও খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে দিচ্ছে বিশাখা সাহার লোকজন।এ ঘটনায় ভুক্তভোগী ধানদিয়ার গাজনা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী মমতাজ বেগম ব্যবস্থা গ্রহণের দাবিতে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় মমতাজ বেগম গংয়ের জমি দান করা আছে।কিন্তু বর্তমানে মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম, বজলুর রশিদ, মশিয়ার মোড়ল, বিশাখা সাহা, তপন কুমার সাহা, পবিত্র সাহা, রমেশ সাহা, রমেশ সাহা গং দান করা সম্পত্তি ছাড়াও অনেক বেশি সম্পত্তি দখলের চক্রান্ত শুরু করে। মমতাজের স্বামী মাদ্রাসা নাইটগার্ড বাধা দিতে গিলে তার বেতন বন্ধ করে দেয় মাদ্রাসার সভাপতি ।এলাকাবাসি অভিযোগ করছে মাদ্রাসায় জমি দান করলেন মমতাজ খাতুনের পরিবার। সেই মাদ্রাসায় চাকুরি করে সংসার চালাচ্ছেন শিক্ষকগন। জমিদাতার নিজস্ব জমি দখলের চেষ্টা করা হচেছ ।

এনিয়ে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত ১৪ সেপ্টেম্বর উল্লেখিত ব্যক্তিরা টিন ও সীমানা প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করে। এতে মমতাজ এবং তার স্বামী বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা তাদের মারপিট করে গুরুতর আহত করে ।তারা মমতাজ বেগমের শ্লীলতাহানি ঘটায়। তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।এঘটনায় প্রতিকার চেয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মমতাজ বেগম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *