সমাজের আলো : কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ৫০ বছর পূতি উপলক্ষে লাগানো পোস্টারের উপর রাতের অন্ধকারে কে বা কারা ছাত্র শিবিরের পোস্টার লাগিয়ে রেখে গেছেন। বিষয়টি ৮ফেব্রæয়ারী মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের নজরে আসলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ডালিম হোসনকে অবহিত করেন। চেয়ারম্যান ডালিম হোসন এই বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন এবং সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন- বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় আওয়ামীলীগের হৃদয়ে রক্তক্ষরণ হলেও এখনও পর্যন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বা সম্পাদকের টনক নড়েনি। তিনি দুঃখ প্রকাশ করে আরে বলেন-চন্দনপুন ইউনিয়ন আওয়ামীলীগের মৃত্যু হয়েছে অনেক আগেই এখন শুধু দাফন বাকী আছে। নিয়ে স্হানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যো চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এব্যাপারে চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন-বিষয়টি আমি শুনেছি । কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান বলেন-জাতির জনকের ছবির উপরে যারা পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তবে এলাকাবাসি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী রবিউল স্থায়ী ভাবে যশোর অবস্থান করেন এবং সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কলারোয়া উপজেলা বিআরডিবিতে চাকরি করার সুবাদে কলারোয়াতে পরিবার নিয়ে বসবাস করেন। সেকারনে এখানকার আওয়ামীলীগ অভিভাবক শূন্য হয়ে পড়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *