সমাজের আলো : অনিয়মের অভিযোগ উঠেছে কলারোয়ার সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নির্বাচনে। এক মহিলা অভিভাবক সদস্যকে সভাপতি করা হয়েছে। নির্বাচিত অভিভাবক সদস্য ছাড়াই এ নির্বাচন সম্পর্ন করা হয় । নিয়ম অনুযায়ি একজন মহিলা অভিভাবকসহ ৪ জন পুরুষ অভিভাবক নির্বাচিত হবেন। একজন মহিলাসহ ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন। একজন দাতা সদস্য নির্বাচিত হবেন। একের অধিক দাতা সদস্য হলে সেটি ভোটের মাধ্যামে দাতা সদস্য নির্বাচিত হবেন। সকল সদস্য ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করবেন। প্রয়োজনে প্রধান শিক্ষক ভোট দিতে পারেন । কিন্ত অভিযোগ উঠেছে এ সকল কোন নিয়ম মানা হয়নি।
