সমাজের আলো : কলারোয়ায় অভিভাবক সদস্যদের বাদ দিয়ে এক তরফাভাবে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।এতে করে ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবক সদস্যরা ওই কমিটি বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। এই ঘটনাটি ঘটেছে-কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইউপি সদস্য আনারুল ইসলাম, শরিফুজ্জামান উজ্জল, নবিছউদ্দীন সরদার ও দাতা সদস্য ইউপি সদস্য নুরুল ইসলাম জানান-সোমবার সকালে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ভোটগ্রহণ শুরু হয়।এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও এমপি প্রতিনিধি এসএম আমজাদ হোসেনের নামে সভাপতির ভোট গ্রহণ চলে। এক পর্যায়ে অভিভাবক সদস্য ও দাতা সদস্যদের ভোট বাদ দিয়ে এক তরফাভাবে বিদ্যালয়ের ৩জন শিক্ষক প্রতিনিধি স্বপন কুমার চৌধুরী, জিএম সেলিম রেজা, রোখসানারা খাতুন, দুজন অভিভাবক সদস্য মনিরুল ইসলাম ও রেশমা খাতুনকে ডেকে নিয়ে সভাপতি নির্বাচন করা হয়। এদিকে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস বলেন-বিদ্যালয়ের ৯জন প্রতিনিধির ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে ৫জন প্রতিনিধি ভোট প্রয়োগ করে এমপি প্রতিনিধি এসএম আমজাদ হোসেনকে সভাপতি নির্বাচিত করেন। অন্যদিকে অভিভাবক সদস্য ও দাতা সদস্যকে বাদ দিয়ে সভাপতি নির্বাচন করায় তারা পুনরায় ভোগ গ্রহণের দাবী জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *