সমাজের আলো : দুই সন্তানের জননি সপ্না খাতুন (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার চন্দনপুর কলেজ মোড়ের চা বিক্রেতা শফিকুল ইসলামের স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘ দিন ধরে চা বিক্রেতার স্ত্রী সপ্না খাতুন রোগ যন্ত্রনায় ভুগছেন । তার মাথার ও সমস্য ছিলো। বুধবার (২২ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাড়ীর সকলের অজান্তে ২শিশু কন্যা রেখে ঘরের আড়ায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সে আতœহত্যা করে। পরে শিশু বাচ্ছাদের কান্না কাটি শুনে এলাকার লোকজন দেখেন সপ্না গলায় ওড়না পেচিয়ে ঝুলছে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় লাশ নামিয়ে আনা হয়। পরে থানায় পুলিশকে খবর দেয়া হয়। উল্লেখ্য-গত ১৪/১৫ বছর পূর্বে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা সপ্না খাতুনকে চন্দনপুরের শফিকুল ইসলাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ দেয়া হয়। বিয়ের পরে তাদের কোলে দুই কন্যা সন্তান জন্ম নেয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *