সমাজের আলো : জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কলারোয়ায় এতিমখানার সকল এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। মঙ্গলবার (১৭মার্চ) কলারোয়া পৌরসভার পক্ষ থেকে উপজেলার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, তুলসীডাঙ্গা মাদরাসাতুন নুর আল ইসলামীয়া, মুরারীকাটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গদখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঝিকরা এতিমখানাসহ ৫টি মাদ্রাসা ও এতিমখানায় এ উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার সকল কাউন্সিলর, তুলসীডাঙ্গা ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, প্রফেসর আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, হাফেজ মুফতি হাফিজুর রহমান, হাফেজ নজরুল ইসলাম প্রমূখ। এসময় পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে ‘স্মরণীয়’ দিন আমাদের সৌভাগ্য যে আমরা জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছি। হয়তো আমরা একদিন থাকব না কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দেশমাতৃকার সেবা করবে। ১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। জাতি আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করছে।

