সমাজের আলো : কলারোয়ায় প্রাণীসম্পদ উন্নয়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি (এনএটিপি) প্রকল্পের লাখ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারী খামারীদের স্বাবলম্বী করতে ২০০৯ সালে চালু করেন।
গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে এনএটিপি প্রকল্পের আওতায় উপজেলায় ৩৯টি সিআইজি সমিতির মধ্যে ১২টি সমিতির ম্যাচিং গ্রান্টের ৫২ লক্ষ টাকা, সদস্যদের ট্রেনিং বাবদ ১৫ লক্ষ ৬ হাজার টাকা, প্রদর্শনী বাবদ ৯ লক্ষ টাকা, ভ্যাকসিন ক্যাম্পের ৬ লক্ষ ৮০ হাজার টাকা, ইনফার্টিলিটি ক্যাম্পের ১ লক্ষ ৯৫ হাজার টাকা, ডি-ওয়ারমিং ক্যাম্পের ২ লক্ষ ৮ হাজার টাকা, মাঠ দিবসের ১ লক্ষ ২৩ হাজার টাকা, এক্সপোজার ভিজিট ৭০ হাজার টাকা বরাদ্দের অধিকাংশ টাকা ব্যয় না করে ডা: অমল কুমার সরকার আত্মসাৎ করেছেন। কলারোয়ায় এনএটিপি প্রকল্প ফেজ-২ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কতিপয় ইউনিয়ন সীল কর্মী ও কয়েকটি সিআইজি সমিতির সভাপতির সাথে যোগসাজসে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এই টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, শুধুমাত্র ব্যালেন্স স্কোর কার্ড এ এবং বি গ্রেড ও সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত সিআইজি সদস্যরা এএফআই-২ ম্যাচিং গ্রান্টের খামার যান্ত্রীকরণ উপকরণ পাবেন। ২০২০-২১ অর্থ বছরে শ্রীপতিপুর ছাগল পালন সিআইজি সমিতির মাঝে ম্যাচিং গ্রান্টের চেক বিতরণ করা হয়েছে। কিন্তু সমবায় দপ্তর থেকে নিবন্ধিত সদস্য শ্রীপতিপুর সোনা দাসের স্ত্রী সুচিত্রা, দুলাল দাসের স্ত্রী ময়নার মেশিন পাওয়া দুরের কথা তাদের কোন ছাগলই নাই। নিবন্ধিত রঘুনাথপুর ছাগল পালন সিআইজির সদস্য গফুর দফাদারের স্ত্রী ফরিদা খাতুন, আমান আলীর স্ত্রী তানজিলা খাতুন, কবির বিশ^াসের স্ত্রী বিলকিছ জানান, এ বিষয়ে আমরা কিছু জানিনা। প্রাণীসম্পদ অফিসে আরশাদ আলীকে সিআইজির সভাপতি বলা হলেও তার নাম সমবায় অফিসের নিবন্ধনের তালিকায় দেখা যায়নি। বাঁটরা গাভী পালন সিআইজির সদস্য আকরাম আলীর পুত্র আশারাত, ঈমান আলীর স্ত্রী মোমেনা খাতুনও মেশিনের বিষয় কিছু জানেন না।ভ্যাকসিন ক্যাম্পের বিষয়ে খোরদো মুরগী পালন সিআইজির সদস্য সোনাগাজীর স্ত্রী রহিমা, মোসলেমের পুত্র বজলুর রহমান, আব্দুল মালেকের পুত্র তরিকুল বলেন, আমাদের এখানে কোনদিন ভ্যাকসিন ক্যাম্প বা মাঠ দিবস অনুষ্ঠিত হয়নি। সূত্র জানায়, কর্মকর্তার ঘনিষ্ট সীল কর্মী আশেক-ই-রাসূল সুমনের কিছু পকেটের লোকের নামে বিভিন্ন ট্রেনিংএ ও প্রদর্শণী দেখিয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকল্পের টাকা পকেটস্থ করেছেন। এব্যাপরে সমবায় কর্মকর্তা জানান, ২০২১-২২ অর্থ বছরে প্রাণীসম্পদ অফিসের সিআইজি সমিতির তথ্য হালনাগাদ না থাকায় নিবন্ধন নবায়ন হয়নি।

এ বিষয়ে বিশিষ্ঠ সমাজ সেবক আ: রহমান বলেন, শুনেছি প্রাণীসম্পদ অফিসের কর্মকর্তা নিবন্ধনহীন লোকজনের তালিকা দেখিয়ে ১৪ হাজার টাকার মেশিন ২২ হাজার ৫০০ টাকা মূল্য ধরে বিতরণ দেখিয়ে কয়েক লক্ষ টাকা লুট করেছেন এবং বাঁচার জন্য ২০০ টাকা করে লোক ভাড়া করে এনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিবন্ধিত সিআইজি সদস্যদের মাঝে মেশিন বিতরণের দাবী জানিয়েছেন এবং যারা এই অনিয়মের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার দাবী করেন। এ বিষয়ে ডা: অমল কুমার সরকার জানান, সুমন ভাল কাজ বোঝে। এই কারনে সকল কাজ তাকে দিয়ে করানো হয়। আমি নিয়ম মেনেই সবকিছু করেছি। আমি যেন এখানে থাকতে পারি আপনারা আমার জন্য সেই ব্যবস্থা করেন।

