সমাজের আলো: কলারোয়ায় জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৩০নভেম্বর) আহত ব্যবসায়ী উপজেলার মুরারীকাটি গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত. সুবহান হাজরার ছেলে আরিজুল ইসলাম হাজরা (৪৫) জানান, তাদের জমি নিয়ে প্রতিপক্ষ আলিম, করিম, আশরাফুল ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কোন কারন ছাড়াই আলিম এর সাথে সামান্য কথাকাটি হয়। এসময় তারা পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে লোহার রড, দা নিয়ে সন্ত্রাসী কায়দায় তাদের এলোপাতাড়ী ভাবে মারপিট করে। হামলায় মারাক্তক ভাবে আহত প্রাপ্ত হয় মৃত. সুবহান হাজরার স্ত্রী রহিমা খাতুন (৬৫) ও ছেলে আরিজুল ইসলাম (৪৫)। পরে তাদের হাত থেকে বাঁচতে ডাকচিৎকার করলে পাশ^বর্তী লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ।পরে তাদেরকে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনা উল্ল্যেখ করে ওই দিন কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। এই অভিযোগ দেয়ায় তারা প্রতিনিয়ত ভাবে হুমকি দিচ্ছি। বর্তমানে ব্যবসায়ী পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছে ক্ষতিগ্রস্ত ও আহত পরিবারটি।

