মোঃ জাহাঙ্গীর হোসেন : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে কুশোডাঙ্গার ইমরান গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে বৈরী আবহাওয়ার মধ্যে কেঁড়াগাছি গোল পরিশোধ করলে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলে প্রচুর বৃষ্টির কারনে আর খেলা করানো সম্ভব না হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়্যান ঘোষণা করা হয়।খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইন চার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান, অফিসার ইন চার্জ ( তদন্ত) মোঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আঃ রব, চেয়ারম্যান সাঈদ আলী গাজী,আফজাল হোসেন হাবিল, মেডিকেল অফিসার ডাঃ রনজিত হালদার, বি,আর,ডি,বি অফিসার মোঃ সোহেল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, কৃতি ফুটবলার দীলিপ ঘোষ,ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, আলঃ আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু সহ বিপুল সংখ্যক দর্শক খেলা টি উপভোগ করেন। খেলাটি পরিচালক করেন মেহেদী হাসান, মোশাররফ হোসেন, রুহুল আমিন, মাষ্টার মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রুস্তম আলী।আগামীকাল রবিবার বিকাল ৫ টায় খেলার পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হবে ।


