সাকিবুর রহমান, বাবলাঃ দুঃসম্পর্কের ভাইপো  ডাক্তার দেখানোর নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে  এক নিঃসন্তান বৃদ্ধার ৪০ লাখ টাকা মূল্যের দুই বিঘা জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বর্তমানে রাজনৈতিক প্রভাবে প্রতারক চক্র পার পেয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
খোঁজ নিয়ে জানা গেছে, কলারোয়া উপজেলার বহুড়া গ্রামের মৃত হাজের বিশ^াসের মেয়ে সোনাভান বিবি (৬৫) তার স্বামী ওয়াজেদ আলীকে নিয়ে ওয়ারেশ সূত্রে প্রাপ্য জমিতে বসবাস করতেন। সোনাভান বিভি নিঃসন্তান হওয়ায় চাচাতো ভাইপোরা প্রতিবেশি হিসেবে তাদের দেখা শুনা করতো। এরই মধ্যে প্রতিবেশি মৃত ইসমাইল বিশ^াসের ৩ ছেলে ইসরাফিল, আজিজুল ও জাহাঙ্গীরদের কু-নজর পড়ে বৃদ্ধা চাচাতো ফুফু সোনাভান বিবির বসবাসকৃত ৬কাটা ভিটাবাড়িসহ দুই বিঘা জমির উপর। গত ৩ মাস আগে সোনাভানের স্বামী ওয়াজেদ আলীর চক্ষু অপরেশনের জন্য খুলনায় গিয়ে সেখানে সে অবস্থান করে। নিঃসন্তান সোনাভান বাড়িতে একা থাকতে থাকতে একপর্যায় সেও অসুস্থ্য হয়ে পড়ে। সুযোগ বুঝে চাচাতো ভাইপোরা ফুফু সোনাভান বিবিকে চিকিৎসার কথা বলে কলারোয়া হাসপাতালে নিয়ে আসার নাম করে কলারোয়া রেজিস্ট্রি অফিসে নিয়ে আসে। সেখানে অফিসের দলিল লেখক এক প্রভাবশালী এক মহোরার  মাধ্যমে ফুফুর নামে থাকা ৬কাঠা ভিটাবাড়িসহ পুরো দুই বিঘা জমি ভুল বুঝিয়ে তারা রেজিস্ট্রি করে নেয়। এরপর চিকিৎসা ছাড়াই প্রতারক ভাইপোরা ৪দিন পর ফুফুকে বাড়িতে নিয়ে যায়।
এরই মধ্যে আসপাশের লোকজন বিষয়টি জানতে পারলে পরে ফুফুকেও বিষয়টি জানায় তারা। কিন্তু অসহায় বৃদ্ধা নিরুপায়। ইতিমধ্যে রাজনৈতিক প্রভাবে প্রতারক চক্ররা ফুফুর জমি লিখে নেয়ার পর তাকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখলে নিয়েছে। অসহায় বৃদ্ধা সোনাভান তার বৃদ্ধ স্বামীকে নিয়ে এখন নিজের ভাইপো রফিকুল ইসলামের বাড়িতেই অবস্থান করছে। এঘটনায় বৃদ্ধা সোনাভান বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে স্থানীয় কেরালকাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসহায় বৃদ্ধার জমি প্রতারক চক্র লিখে নিলেও আমরা কিছুই করতে পারছি না।  বৃদ্ধাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, নিঃসন্তান দম্পত্তির এই ঘটনা অত্যন্ত দুঃখ জনক। আমরা বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
বৃদ্ধা সোনাভানের দেয়া অভিযোগের তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার এসআই ইসরাফিল হোসেন জানান, অভিযোগটি আমি গত মাসের ৩ তারিখে পেয়ে ঘটনাস্থলে তদন্তে যাই। অভিযোগটির সত্যতা শতভাগ পেয়েছি। প্রতারক চক্ররা কৌশলে এবং ভুল বুঝিয়ে বৃদ্ধা সোনাভান বিবির জমি লিখে নিয়েছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হলে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু মিটিয়ে দেয়ার কথা বলে ওসি স্যারের কাছ থেকে সময় নিয়েছিলেন। এরপর করোনা ভাইরাসের কারণে আর বসা হয়নি। তবে অতি দ্রুত এবিষয়ে মিটমাট না হলে মামলা রেকর্ড করা হবে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *