সমাজের আলো : তুচ্ছ ঘটনাকে কেন্দ্রহ করে মা ও শিশু ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-১৬নভেম্বর ৬টার দিকে কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে। আহত নারী উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের ব্যবসায়ী মামুন এর স্ত্রী রিক্তা পারভীন (২৫) জানান- তার শিশু ছেলে মাসুম বিল্লাহ (৬) নামাজ পাড়ার জন্য মসজিদের যাওয়ার পথে এই এলাকার আশারাফ আলীর ছেলে ইট মেরে তার ছেলের মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাসুম বিল্লাহ বাড়ীতে এসে তার মা রিক্তা পারভীনকে জানায়। পরে এঘটনার প্রতিবাদ করাতে আশারাফ আলী ক্ষিপ্ত হয়ে ৪/৫ জনকে সাথে নিয়ে রিক্তা পারভীনকে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করে। আহত রিক্তা পারভীন ৫মাসের অন্তঃসত্ত্বা । তাকে এলোপাতাড়ী ভাবে পিটানোর ঘটনায় পেটে ও বুকে মারাক্তক ভাবে আঘাত পেয়েছেন। তিনি এঘটনায় কলারোয়া থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
