সমাজের আলোঃ পুলিশের খাচা থেকে বেরিয়েই ফের হুমকি নারী নির্যাতনকারী স্বামী ও শ^শুরের। রাতে দিনে সুযোগ পেলেই পিটিয়ে মেরে ফেলা হবে। তাদের এমন হুমকিতে নিরপত্তহীন মেয়ের অসহায় পিতা সিদ্দিক মালী। এ ঘটনা কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত কওছার মালীর ছেলে সিদ্দিক মালী জানান, গত চার বছর পূর্বে তার মেয়ে সাবিকুন্নাহারের সাথে   প্রতিবেশী সরোয়ার মালীর ছেলে হুন্ডি ব্যবসায়ী মো: হুসাইন মালী ওরফে হোসেন মালীর বিয়ে হয়। তাদের মিলে মিশে ঘর সংসার ভালই চলছিলো। এরই মধ্যে সাবিকুন্নহার গর্ভবতী হয়ে পড়ে। সন্তান দরকার নেই এমন কথায় স্বামী হোসেন মালী স্ত্রী সাবিকুন্নাহারকে নির্যানত শরু করে। এক পর্যায়ে হাতুড়ে কবিরাজের গাছ গাছড়া দিয়ে তার গর্ভজাত সন্তান নষ্ট করে দেয়। এভাবে বিয়ের চার বছরের মধ্যে একাধিকবার সন্তান নষ্ট করা হয়। এসব কাজে সহায়তা করে হোসেন মালীর বাবা ছরোয়ার মালী। গ্রাম্য কবিরাজের দেয়া গাছ গাছড়ায় সন্তান নষ্ট করায় সাবিকুন্নাহারের রক্তক্ষরন বন্ধ হয় না। সব কিছু জানার পরও অতিরিক্ত রক্তক্ষরনে সঙ্গাহীনকে সুচিকিৎসার ব্যবস্থা করেনি। স্বামী হোসেন ও তার বাবা সরোয়ার মালী।

বিষয়টি জানতে পেরে সিদ্দিক মালী মেয়েকে নিয়ে কলারোয়া, সাতক্ষীরা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে আসছেন। এতে তার খরচ হয় ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে সেখানে মেয়ের চিকিৎসা চলছে। প্রতি মাসে ৭৫ হাজার টাকা খরচও করতে হচ্ছে। এসব কিছুর মধ্যেও হোসেন মালী ও তার বাবা সরোয়ার মালী মেয়ের খোজ খবর নেয়নি। মেয়েকে তালাক দিয়ে অন্যাত্র বিয়ে করার ঘোষনাও দিয়েছে। প্রতিবাদ করলে তারা সিদ্দিক মালীসহ তার মেয়েকে খুন জমখ করার হুমকিও প্রদান করে আসছে।
গত ২৮ মে বৃহস্পতিবর সিদ্দিক মালী সুবিচার প্রার্থনা করে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করে। থাকার ওসি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেন।
গত সোমবার সকাল ১০ টায় ফাঁড়ি পুলিশের এস আই দুই পক্ষকে ডেকে তদন্ত শুরু করেন। এসময় হোসেন মালী তার পিতা সরোয়ার মালীর দোষ প্রমানিত হওয়ায় তাদেরকে ক্যাম্প হাজতে  খানায় আটক রাখা হয়। পর দিন মঙ্গলবার তাদেরকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়। থাকা হাজতে থাকার পর বেলা ১ টার দিকে অজ্ঞাত কারনে হোসেন মালী ও তার পিতা সরোয়ার মালীকে ছেড়ে দেয়া হয়। চলতে চলতে হঠাৎ থেমে যাওয়া এ প্রক্রিয়ায় পুলিশের ভ‚মিকা নিয়েও প্রশ্ন দেখা দেয় মানুষের মনে।
এবিষয়ে প্রতিবেশী মুনছুর মালী, বাবলু ধাবক ও মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নানসহ অনেকেউ জানান, সরোয়ার মালী তার ছেলে হোসেন মালী মিলে সিদ্দিক মালীর মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা চালিয়ে আসছে। তারা হুন্ডি ব্যবসার সাথে জড়িত। টাকা দিয়ে তারা সবাইকে ম্যানেজ করতে চায়। এদের দৃষ্টান্তমূলক সাস্তি হওয়া উচিত।
এব্যাপারে হোসেন মালী কোন মন্তব্য না করলেও তার পিতা সরোয়ার মালী বলেন, টাকা পয়সা প্রশাসনের  দিয়ে খাওয়াবো। সুযোগ পেলে সিদ্দিককে দেখে নেব। জেল হজত মানুষের জন্য ওর মেয়ে আর ঘরে তুলব না। ছেলে আমার কথার বাইরে এক পাও নড়বে না।
এবিষয়ে জানতে চাইলে এস আই তৌফিক বলেন, বাদী বিবাদীদের নিয়ে সালিশে বসা হয়। সেখানে মেয়ের চিকিৎসার খরচ দুই পক্ষই সমান ভাবে বিহার করবে বলে সিদ্ধান্ত দেয়া হয়। ছেলে পক্ষের নিকট থেকে কিছু জরিমানার টাকাও আদায় করে দেয়া হবে বলে বলা হয়। অভিযোগকারী সিদ্দিক মালী সিদ্ধান্ত মেনে না নেয়ায় সালিশে ডেকে আনা ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *