সমাজের আলো : চার কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার তাদেরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা পৌরসভার তুলশিডাঙ্গা এলাকার মাদক ব্যাবসায়ি নাজমা খাতুন ও মালেকা খাতুন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন, এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় ফোর্সেসহ ইং-২৬/০৪/২০২২ তারিখে কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০৪ (চার) কেজি গাঁজাসহ ০২ জন আসামীকে কলারোয়া থানাধীন তুলশীডাঙ্গা গ্রামস্থ ঢাকা সাতক্ষীরা মহাসড়কের মিন্টুর ফার্ণিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেপ্তার করা হয়।

