আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করা প্রার্থীই ভোট গণনা শেষে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর। শনিবার, (৩০ জানুয়ারী) অনুষ্ঠিত কলারোয়া পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পর বেলা এগারোটার দিকে ভোট বর্জন করেন। কলারোয়া পৌরসভার টানা দুই বারের প্রার্থী রফিকুল ইসলাম অভিযোগ করেন বলেন, তার প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক জাল ভোট প্রদান করা হচ্ছে। এ বিষয়ে তিনি নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। ভোটগ্রহণ চলাকালীন তিনি টিভি ক্যামেরার সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে দেখা যায় উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ৬০৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের এএসএম এনায়েত উল্ল্যাহ খান পেয়েছেন ৫৯৫ ভোট।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *