প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেট কামরুজ্জামানসহ ৩ জনের নামে সাতক্ষীরা আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। চলতি বছর গত ১২ জুলাই সাংবাদিক সেলিম হোসেন বাদী হয়ে রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামানসহ মোট ৩ জনকে আসামী করে সাতক্ষীরা আদালতে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- সিআর ৪৯৫/২০। আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উক্ত মামলাটি আমলে নিয়ে মামলাটি সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানাগেছে গত ৬ জুন রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর সদর উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র কামরুজ্জামান, কন্যা হোসেনআরা খাতুন ও তার পিতা সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক সেলিম হোসেন ও তার পিতার বিরুদ্ধে তারা মনগড়া মিথ্যা বানোয়াট লিখিত বক্তব্য সংবাদ সম্মেলন করেন এবং ৭ জুন কয়েকটি পত্রিকায় প্র্রকাশিত হয়। এতে সাংবাদিক সেলিম হোসেন সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয় এবং সম্মানহানি হয়। এক পর্যায়ে চলতি বছরে গত ১২ই জুলাই সাংবাদিক সেলিম হোসেন বাদি হয়ে রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামান সহ ৩ জনকে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৪৯৫/২০। উক্ত মামলার পক্ষে পরিচালনা করেন সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. খাইরুল বদিউজ্জামান।
সেলিম হোসেন
মোবাইল নং- ০১৭৮৮৭৮৯৯৫৭
