সমাজের আলো : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরার কলারোয়া থানার পুটুনী এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল, তিন কেজি গাঁজাসহ এব ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ মহিবুল ইসলাম (৩৫)। সে যশোরের শার্শা থানার মহিষা গ্রামের মৃত লালচাঁদ আলীর ছেলে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পুটুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইট থেকে অনুমান ১০০ গজ সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ব্যক্তিকে গাজা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে।

